সরিষাবাড়ীতে ২১ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে কালোবাজারির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ২১ মেট্রিক টন চাল উদ্ধার করেছে জামালপুর র‍্যাব ১৪। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজারে ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।

জামালপুর র‍্যাব ১৪ অধিনায়ক এম এম সবুজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজারে চাল ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের চাউলের গুদামে অভিযান চালানো হয়। এ সময় খাদ্য বান্ধব কর্মসূচীর ২১ মেট্রিক টন চাল কালোবাজারির পাচারের জন্য সংরক্ষণ করে রাখে।

র‍্যাব ১৪ অভিযান পরিচালনা করে এসময় কালোবাজারি পাচারের অপেক্ষায় থাকা চালগুলো উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যবসায়ী মজিবর ও কবির পালিয়ে যায বলে জানা গেছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর