ধর্ষণের ঘটনায় শালিস নিয়ে হাইকোর্টের রুল

ধর্ষণের ঘটনায় গ্রাম কিংবা শহরে যে শালিস করা হয় তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (বুধবার) বিকালে বিচারপতি মহি উদ্দিন শামীম ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে রুল জারি করেন।

পাশাপাশি বিরতিহীনভাবে ১৮০ কার্যদিবসে ধর্ষণের মামলা নিষ্পত্তি করার যে নির্দেশনা রয়েছে তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা জানিয়ে ৩ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ১৮ অক্টোবর ধর্ষণের ঘটনায় সালিশ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ও অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিন এ রিট আবেদন দায়ের করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর