২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে, প্রস্তুতির আহ্বান

২০২১ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই শিক্ষার্থীদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ (বুধবার) এক অনলাইন সংবাদ সন্মেলনে তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী বছর করোনা পরিস্থিতি আরও অনেক ভালো অবস্থায় থাকবে ইনশাল্লাহ, তখন এই পরীক্ষাগুলো নেয়া যাবে। যারা পরীক্ষার্থী তাদের অনুরোধ করব আপনারা দয়া করে আপনাদের পড়াশোনাগুলো চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, যাদের সামনের বছর এসএসসি ও এইচএসসি আছে, তারা অবশ্য অবশ্যই নিজেরা নিজেদের… সবার কাছে বই আছে, যতদূর সম্ভব অনলাইনে অ্যাকসেস করবেন। আপনারা পড়াশোনা চালিয়ে যান। কারণ পরীক্ষা যদি কিছু দিন পরেও হয়, সময়মতো হয়তো করার আমরা চেষ্টা করব, সময়মতো হলে তো হলোই, না হলে যদি কিছু দিন পরেও হয় তা হলেও কিন্তু পরীক্ষা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর