মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফজলু গাজী

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন মহিপুর থানা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রশাসনের কঠোর নজরদারীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে ভোটারদের শতস্ফুর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

মহিপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭ শত ৬৯ জন। মোট ভোটারের অর্ধেক নারী ভোটার। এরমধ্যে ১১ হাজার ৮ শত ৭৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন, মেম্বার প্রার্থী ৩৪জন ও ৮ জন নারী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে আঃ মালেক আকন্দ ও স্বতন্ত্র ভাবে আনারস প্রতীকে মোঃ ফজলু গাজী। উক্ত নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ফজলু গাজী ৭ হাজার ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৪ হাজার ৪০০ শত ৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আঃরশিদ জানিয়েছেন, নৌকা প্রতীকের প্রার্থী আঃ মালেক আকন্দকে ২ হাজার ৬ শত ভোটের ব্যবধানে পরাজিত করে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলু গাজী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৫ টা পর্যন্ত চলে। ৯টি ভোট কেন্দ্রে ৪২টি বুথে ভোটাররা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মহিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৪২জন সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৮৪ জন পোলিং অফিসার ছিলেন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রের জন্য ৩জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, ১শত ৭১ জন আনসার সদস্য সহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর