৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে কিনা মনিটরিং করা হবে : কৃষিমন্ত্রী

৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে কিনা ২/১ দিনের মধ্যে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার (২১ অক্টোবর) মন্ত্রী এই কথা জানান।

এর আগে, গত ৭ অক্টোবর আলুর দাম ভোক্তা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। পরবর্তীতে সেটি বাড়িয়ে ৩৫ টাকা করা হয়।

এদিকে, আজ থেকে রাজধানীতে আজ (বুধবার) থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর