মাত্র ২ মিনিটের ঝড়ে ভবন ভেঙে আহত ২৬

জেলার শাজাহানপুরের উপর দিয়ে বয়ে যাওয়া দুই মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে আহত হয়েছে কমপক্ষে ২৬ জন।

সোমবার রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর ও তার আশপাশের গ্রামের উপর দিয়ে এই ঝড় বয়ে যায়।

এ সময় শাজাহানপুরের ফটকী ব্রিজ এলাকায় প্রতিবন্ধীদের জন্য নির্মাণাধীন বিদ্যালয় ভবনের শ্রমিকদের অস্থায়ী আবাসস্থল ঝড়ে ভেঙে, অন্তত ২৬ জন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার সাজাপুর এলাকায় প্রয়াস নামে প্রতিবন্ধী শিশুদের জন্য বিদ্যালয়টি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ শ্রমিকরা থাকতেন সেখানে তৈরি একটি অস্থায়ী ঘরে। সোমবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে সেটি ভেঙে পড়ে। এতে আহত হন ২৬ জন শ্রমিক।

ঘটনার পর তাদের সাথে সাথেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ শ্রমিকের আঘাত গুরুতর বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর