কাল থেকে কুড়িগ্রামের ৫০৮ টি মণ্ডপে শুরু হচ্ছে ৫ দিনের দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে। মহামারী করোনার কারণে এবার আশ্বিন মাস মলমাস তথা অশুভ মাস হবার কারনে পূজা ১ মাস পিছিয়ে কার্তিকে হচ্ছে । ৫ দিনের দূর্গোৎসবকে ঘিরে শেষ মুর্হুতের প্রস্তুতি চলছে কুড়িগ্রাম জেলার পুজো মণ্ডপ গুলোতে। আলোক-সজ্জা,ডেকোরেশন,প্রতিমার গায়ে রং এর আচড়, মণ্ডপের সাজ-সজ্জা চলছে শেষ মূহুর্তে। আগামীকাল সুর্যোদয়ের পর মহা ষষ্ঠীর পূণ্য তিথিতে করা হবে দেবীর আরাধনা। দেবীকে জানানো হবে আবাহন, নিমন্ত্রণ এরপর সন্ধ্যায় বেলগাছের নীচে হবে দেবীর বোধন । তারপর মুল মণ্ডপে শোভা পাবে দেবীর মূর্তি।

করোনা মহামারীর এই সময়ে এবার দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান হতে চলছে। প্রতিবছরের মতো এবার পূজার সেই পুরোনো সংস্কৃতি অনেকটা লুকিয়ে থাকবে অগোচরে। বাইরে ঘুরতে যাওয়া, পূজার মণ্ডপগুলোতে নানা ধরণের আয়োজন থাকছে না। এবারের শারদীয় উৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের তথ্যমতে জানা যায়, এবারের শারদ উৎসবটি আর থাকছে না উৎসব হিসেবে, এবারের উৎসবটি পুজোয় রুপ নিবে। অর্থ্যাৎ প্রতিবছরের মতো এবারের শারদ উৎসবে থাকছে না বাড়তি আয়োজন, বসবে না কোন বড় ধরনের মেলা, থাকবে না প্যান্ডেলের বাইরে সাজসজ্জার গেট ও আলোকসজ্জা ,পুষ্পাঞ্জলি হবে স্বল্প পরিসরে, থাকবে না সন্ধ্যার পর কোন সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও বাইরের দর্শনার্থীরা এবার পুজোর মণ্ডপগুলোতেও প্রবেশাধিকারে থাকবে বাধা-নিষেধ। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ এর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী রবি বোস বার্তা বাজার কে জানান,” প্রতিবছর আমাদের উৎসব হয়, এবছর আমরা উৎসব করবো না, শুধু পূজার আনুষ্ঠানিকতা আর রীতি-নীতির মধ্যে থাকবে এবারের শারদ উৎসব।”

কুড়িগ্রাম জেলায় আগামীকাল মোট পুজো হবে ৫০৮ টি মণ্ডপে। এর মধ্যে, কুড়িগ্রাম সদর উপজেলায় ৫৫ টি, কুড়িগ্রাম পৌরসভার ভিতরে ১৬ টি, নাগেশ্বরী উপজেলায় ৮০ টি, ভুরুঙ্গামারী উপজেলায় ১৮ টি, ফুলবাড়ি উপজেলায় ৬৬ টি, রাজারহাট উপজেলায় ১১৯ টি, উলিপুর উপজেলায় ১১৪ টি, চিলমারী উপজেলায় ৩২ টি, রৌমারী উপজেলায় ৭ টি এবং রাজিবপুর উপজেলায় ১টি পূজা অনুষ্ঠিত হবে ।

কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, “করোনার এই সময় পুজো যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে আমরা সার্বক্ষনিক নজরদারি রাখবো। পুলিশের নিয়মিত টহল গাড়ির নজরদারিতে থাকবে মণ্ডপগুলো পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনাসহ কঠোর নিরাপত্তা থাকবে। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটতে দেয়া হবে না।’

৫ দিনের এই দূর্গা পূজা আগামীকাল থেকে শুরু হয়ে ২৬ অক্টোবর সোমবার মহাদশমী বা বিজয়া দশমী তে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর