স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার ঘটনায় উপজেলা আ’লীগের সভাপতি বহিষ্কার

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৌরীপুর পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষন দাসের সঞ্চালনায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদ বাতিলের সুপারিশ করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ বরাবর চিঠি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন ১৪৮ ময়নমসিংহ ৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, ‘বহিষ্কারের বিয়টি আমি শুনেছি। এখনও কোনো চিঠি পাইনি। তবে দ্রুত পেয়ে যাব।’

গত শনিবার (১৭ অক্টোবর) রাতে গৌরীপুর মধ্যবাজারে চায়ের দোকানে সহযোগীদের নিয়ে চা খাওয়ার সময় মাসুদুর রহমান শুভ্রর ওপর সিএনজি চালিত অটোরিকশা করে আসা বেশ কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে শুভ্রকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর