জামালগঞ্জ উপজেলা পরিষদে আ’লীগ প্রার্থীর জয়

৩৭ হাজার ২৩১ ভোট পেয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইকবাল আল আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ প্রতীকে নুরুল হক আফিন্দি পেয়ে ১৬ হাজার ৮৯০ ভোট।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন উপজেলা নির্বাচন অফিসের হল রুমে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মুরাদ উদ্দিন জানান, জামালগঞ্জ উপজেলার ৪৬টি কেন্দ্র মোট ভোটার রয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।

উল্ল্যেখ, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার চলতি বছরের ৯ ফ্রেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এরপর এ উপজেলা পরিষদে চেয়াম্যানের শুন্যপদে নির্বাচন কমিশন চলতি বছরের ২০ অক্টোবর উপ নির্বাচনের ভোট গ্রহণের তফসীল ঘোষণা করেন। নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল আল আজাদ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও সদ্য প্রয়াত চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ আল আজাদের জেষ্ঠ সন্তান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর