সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে হত্যায় ঘটনায় গ্রেফতার আরও ৩

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এ নিয়ে মামলায় ৪ জনকে গ্রেফতার দেখানো হলো।

কলারোয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, ‘সোমবার সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার তিনি পুনরায় ঘটনাস্থলে আসেন।’

উপজেলার খলসি গ্রামের আবদুর রাজ্জাক ও আবদুল মালেক এবং ধানঘরা গ্রামের আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গত ১৪ অক্টোবর রাতের কোনো এক সময়ে কলারোয়া উপজেলার খলসি গ্রামের মাছ ব্যবসায়ী শাহিনুর, তার স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়। শাহিনুরের শাশুড়ি ময়না বেগম বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে কলারোয়া থানায় হত্যা মামলা করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর