নৌকা পৌণে ২ লাখ, বিপরীতে ধানের শীষ পেল ৮৭৪ ভোট

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ: লতিফ মোল্লা ১ লক্ষ ৮৪ হাজার ৬৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির চৌধুরী নাদিরা মিঠু ধানের শীষের প্রতীকে ৮৭৪ ভোট পেয়েছেন।র

উপজেলায় ১টি পৌরসভা ও ১৯ ইউনিয়নে মোট ১০১০টি ভোটকেন্দ্র রয়েছে। এসকল ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রিটার্নিং অফিসার মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো: মনিরুজ্জামান শিবচর উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে বেসরকারিভাবে এই ফলাফল দেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল টা পর্যন্ত ১০১টি কেন্দ্রের ৫১৩টি বুথে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্যসহ র‌্যাবের ৪টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি, একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিমসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত ছিলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর