ঢাবিতে অনলাইনে নয়, সরাসরি হবে পরীক্ষা

অনলাইনে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে সরাসরি। এছাড়া ভর্তি পরীক্ষার নম্বর বন্টনেও আসছে পরিবর্তন। চলতি বছরের ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ের পর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আমাদের ডিনস কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা রিটেন পরীক্ষা নেব সিদ্ধান্ত হয়েছে। এ পরীক্ষাটি ১০০ নম্বরের হবে। এসএসসি ও এইচএসসি দুটোতে থাকবে ২০ পার্সেন্ট। ৮০ মধ্যে দিতে হবে ৩০ এমসিকিউ এবং রিটেন ৫০‌।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষা আসলে বিভাগে হবে না। বিভাগ ওয়াইজ সেন্ট্রালাইজড করব। কোনো বিভাগে যদি ২০০ বা ১০০ পরীক্ষার্থী থাকে, সেটা নিয়ে আবার আমাদের চিন্তা করতে হবে। শিক্ষার্থীদের ভোগান্তিকে রিডিউস করার জন্য আমাদের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ভর্তিচ্ছুদের পার্টিকুলারলি এমসিকিউ এবং ন্যারেটিভের ওপর গুরুত্ব দেব।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর