বুধবার থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি, মাথাপিছু ২ কেজি

বাণিজ্যমন্ত্রী টিপুর মুনশির নির্দেশনামত বুধবার (২১ অক্টোবর) থেকে রাজধানীর গুরুত্বপুর্ণ পয়েন্টে ট্রাকের মাধ্যমে আলু বিক্রি শুরু করবে টিসিবি। আজ (মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জান্নাও হয়।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলে হয়, জনপ্রতি ২ কেজি করে ২৫ টাকা দরে আলু বিক্রয় করা হবে। একই সঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে।

আবার মঙ্গলবার বিকজালে রাজধানীর খামারবাড়ি এলাকায় আয়োজিত এক বৈঠকে নতুন আলু না আসা পর্যন্ত ৩০ এর জায়গায় ৩৫ টাকা খুচরা পর্যায়ে, হিমাগারে ২৩ এর জায়গায় ২৭ এবং পাইকারিতে ২৫ এর জায়গায় ৩০ টাকা করে আলুর দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর