আবারও সেই বেগমগঞ্জ, এবার পুলিশের উপর হামলা

নোয়াখালীর আলোচিত উপজেলা বেগমগঞ্জ। একের পর এক সমালোচনার জন্ম হচ্ছে এই উপজেলায়। এবার উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এই শিশুকে মারধরের অভিযোগ তদন্তে গিয়ে হামলার শীকার হয়েছেন পুলিশ সদস্যরা।

আজ (মঙ্গলবার) বিকালে ঘটা এই হামলার ঘটনায় ফুয়াদ ও কফিল নামের প্রধান দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

জানা যায়, অভিরামপুর গ্রামের মজিবুর রহমান রুবেলের স্কুলপড়ুয়া ১০ বছরের শিশুকে একই গ্রামের ফুয়াদের নেতৃত্বে বখাটে সন্ত্রাসীরা ১৪ অক্টোবর মারধর ও নির্যাতন করে। এ ঘটনার বিচার দাবীতে শিশুর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

দায়ের করা অভিযোগ তদন্তে সহকারী উপ-পরিদর্শক সাকিবুল ইসলামসহ দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। তারা ঘটনার স্বাক্ষ্য প্রমাণে সত্যতা পেলে একপর্যায়ে ফুয়াদ ও কফিলের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফুয়াদসহ দু’জনকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর