ধাওয়ানের সেঞ্চুরীতে চ্যালেঞ্জিং টার্গেট পাঞ্জাবের সামনে

ধাওয়ানের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দুবাইয়ে ৫ উইকেটে স্কোর বোর্ডে ১৬৪ রান জমা করে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ কিংস ইলেভেন পাঞ্জাবকে জিততে হলে করতে হবে ১৬৫ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুন শুরু করে দিল্লি। দলীয় ২৫ রানের মাথায় পৃত্থি শ (১১ বলে ৭) আউট হয়ে মাঠে ছাড়লেও দ্বিতীয় উইকেটে শ্রেয়াস আয়ারকে নিয়ে আরেকটি জুটি গড়েন ধাওয়ান। ৩১ বলের এই জুটিতে আসে ৪৮ রান।

১২ বলে ১৪ রান করে আয়ার মুরুগান অশ্বিনের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর উইকেটে নেমে বেশীসময় ক্রিজে থাকতে পারেনি পান্ত। ২০ বল খেলে মাত্র ১৪ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

তবে দুর্দান্ত ছন্দে থাকা ধাওয়ান এদিনও দলের হাল ধরলেন। শুধু দাঁড়িয়ে থাকাই নয়, মারমুখী ব্যাটিংয়ে বলতে গেলে একাই দলকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন দিল্লিকে। ৫৭ বলে তিন অংকের ম্যাজিক ফিগার ছোঁয়া ধাওয়ান ইনিংসের একদম শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর