আমিনবাজার ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৮ অর্থবছরের বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সন্নিকটে আমিন বাজার ইউনিয়ন পরিষদে ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ ইং অর্থবছরে সরকারী বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের কাজ শেষ হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক এর থেকে তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্যের সরেজমিন অনুসন্ধানে বিষয়টি জানা যায়।

২০১৬-২০১৭ ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) সাধারণ (১ম পর্যায়) কর্মসূচীতে সালেপুর মোন্তাজের বাড়ী হতে এমদাদের বাড়ীর শেষ সীমানা পর্যন্ত মাটি দ্বারা উন্নয়ন এর জন্য মোট ১,০৬,৮৫৯/- (এক লক্ষ ছয় হাজার আটশত ঊনষাট) টাকা সরকারী বরাদ্দ আসে।

এই প্রকল্পটি আমিনবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলামের তত্বাবধানে সম্পন্ন হয়।

এই প্রকল্পের দ্বিতীয় অংশে সালেপুর ফোরকানিয়া মাদ্রাসায় সোলার প্যানেল স্থাপনে মোট ১,০৬,৮৬০/- (এক লক্ষ ছয় হাজার আটশত ষাট) টাকা সরকারী বরাদ্দ এসেছে।

২০১৬-২০১৭ ইং অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) সাধারণ (২য় পর্যায়) কর্মসূচীতে রাস্তার উন্নয়ন কাজ প্রকল্পে এবং রাস্তায় সোলার স্ট্রীট লাইট স্থাপনে যথাক্রমে ৮৩,৫১৯ টাকা এবং ৮৩,৫২২ টাকা সরকারী বরাদ্দ আসে। ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইউসুফ আলীর তত্বাবধানে বেগুনবাড়ি পূর্বপাড়া চাঁন মিয়ার ঘাটলা হতে জজ মিয়ার জমি পর্যন্ত মাটি ও ইট দ্বারা রাস্তার উন্নয়ন কাজটি শেষ করা হয়েছে।

এদিকে, ২০১৭-২০১৮ ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর-উন্নয়ন) সাধারণ কর্মসূচীর ১ম পর্যায়ে দুইটি প্রকল্পে সরকারী বরাদ্দ আসে। ১নং ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলামের তত্বাবধানে সালেহপুর ওয়াজেদের দোকান হতে ঝর্ণার বাড়ি পর্যন্ত রাস্তায় সিসি ঢালাই এর কাজটি মোট ৮১,৩৫৫ টাকার বিপরীতে সম্পন্ন হয়েছে।

এই কর্মসূচীর দ্বিতীয় প্রকল্পটি হলো- ৩নং ওয়ার্ডের আবুল বাসার এর বাড়ি হতে শাহানাজের বাড়ী পর্যন্ত রাস্তায় সিসি ঢালাই। এই প্রকল্পে মোট ১,১১,৮৩৫ টাকা সরকারী বরাদ্দ আসে। প্রকল্পটি ৩নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী রিয়াজ উদ্দিন ফালান এর তত্বাবধানে সম্পন্ন হয়।

২০১৭-২০১৮ ইং অর্থবছরে কাবিটা-উন্নয়ন সাধারণ (২য় পর্যায়) কর্মসূচীতে- মানিকনগর মির্জা আবু তাহেরের বাড়ি হতে মমতাজ ফিলিং স্টেশন পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজে ৩.০০০ (তিন) মেট্রিক টন খাদ্যশস্য (চাল) সরকারী বরাদ্দ হিসেবে আসে। ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মির্জা আঃ রউফ এর তত্বাবধানে প্রকল্প কাজটি সম্পন্ন হয়।

সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে এই দুই অর্থবছরে সরকারী বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের সরেজমিন অনুসন্ধানে প্রাপ্ত বিষয় সম্পর্কে অবহিত করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর