শরণখোলায় কার্গোর ইঞ্জিন চালক পানিতে ডুবে নিখোঁজ

বাগেরহাটের শরণখোলায় একটি সিমেন্টবাহী কার্গোর ইঞ্জিন চালক জামাল শিকদার (৪৫) পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সদরের বান্দাঘাটা এলাকার স্লুইসগেট খালে জাল ছাড়ানোর সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ জামাল শিকদার উপজেলার উত্তর কদমতলা গ্রামের আঃ হক শিকদারের পুত্র।

এম.বি আশিক-৩ নামের ওই কার্গোটির সারেং মোঃ রাসেল শেখ জানান, তারা মোংলা থেকে দুবাই-বাংলা সিমেন্ট কোম্পানির ফাইব রিং সিমেন্ট বোঝাই করে সকালে শরণখোলার রায়েন্দা বান্দাঘাটা খালে এসে পৌছান। বেলা ১১টার দিকে কার্গোটির পাখায় প্যাঁচানো জাল ছাড়াতে জামাল শিকদার দড়ি নিয়ে পানিতে নামেন। কিন্তু এরপর থেকে তিনি উপরে উঠে না আসায় দ্রুত এলাকাবাসীকে জানানো হয়। খবর পেয়ে শরণখোলা ও বাগেরহাট ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম সরোয়ার জানান, তারা উদ্ধার করতে না পারায় খুলনার ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার অভিযানে অংশ নিবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর