ঢাকা-৫ ও নঁওগা-৬ আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নীলফামারীর ডিমলা উপজেলায় ঢাকা-৫ ও নঁওগা-৬ আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে উপজেলা বিএনপি মানববন্ধন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার প্রধান সড়কে এই মানববন্ধন শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিরুজ্জামান রানা, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন প্রমূখ।

উপজেলা বিএনপির আহবানে এই মানববন্ধনে সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন থেকে নেতা-কর্মী দলীয় কার্যালয়ে মিলিত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম সেলিম, যুগ্ন আহবায় আবু বক্কর সিদ্দিক, সোহাগ খান লোহানী, প্রভাষক আনার আলী, কৃষক দলের আহবায়ক নূর আলম প্রমূখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর