হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মহাসড়কে সিএনজি অটোরিক্সাসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে হবিগঞ্জ-সিলেটসহ জেলার সকল অভ্যন্তরীণ সড়কে এ ধর্মঘট শুরু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, দীর্ঘদিন যাবৎ মহাসড়কে সিএনজি অটোরিক্সাসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে প্রশাসনকে জানালেও কোনো কাজ হয়নি তাই ধর্মঘট আহ্বান করা হয়েছে। “আগামীকাল থেকে প্রয়োজনে ট্রাকও বন্ধ করে দেওয়া হবে।”

এদিকে, হঠাৎ করে বাস মিনিবাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবি ও কর্মজীবি সাধারণ মানুষেরা। অনেকেই নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর