টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিয়ে মাঠে ফিরছেন সাকিব-মাশরাফি

প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরেছে দেশের ক্রিকেট। তামিম-মুশফিকরা তিন দলে ভাগ হয়েই খেলছেন এই টুর্নামেন্টে। এরমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। পাঁচ দলের মধ্যে ভাগ হয়ে ব্যাট-বলের লড়াইয়ে নামবেন ক্রিকেটাররা। এর মাধ্যমে নির্বাসন কাটিয়ে ফিরবেন সাকিব আল হাসান, খেলবেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাও।

করপোরেট টি-টোয়েন্টিতে পাঁচ দলে ভাগ হয়ে খেলার সুযোগ পাবে ৭৫ ক্রিকেটার। বিদেশি ক্রিকেটাররা যে এই টুর্ণামেন্টে সুযোগ পাচ্ছেন না তা এক প্রকার নিশ্চিত। এর আগে বিসিবি সভাপতি নিজেই জানিয়েছিলেন টুর্নামেন্টের গঠন নিয়ে। পাপন বলেছিলেন, ‘পাঁচটা দলে ৭৫ ক্রিকেটার খেলবে। এখনো বলছি যে আমরা নিশ্চিত না যে টুর্নামেন্টের নামটি কি হবে। তবে আমরা টুর্নামেন্টটি করব এটাই বড় কথা। সরাসরি সম্প্রচারও করা হবে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর