ফেনীতে উদীচি শিল্পগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সরাদেশে নারী ও শিশু ধর্ষণ, বলাৎকার এবং ফেনীতে উদীচী শিল্পীগোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি শুভা রানী পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জহিরুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠী, ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি ফারুক আহমেদ ভূইয়া, মহিলা পরিষদের নেত্রী আছমা খানম, পিস ভিশন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর