বরিশালে বিশ্ব এনেসথেসিয়া দিবস উদযাপিত

বরিশালে বিশ্ব এনেসথেসিয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ৫ম তলার এনেসথেসিয়া, পেইন ও আইসিইউ বিভাগের সেমিনার কক্ষে এই কর্মসূচী পালিত হয়।

চিকিৎসকরা বলেন, আমরা এনেসথেসিয়ার চিকিৎসকরা অনেকটা প্রচার বিমুখ। তাই সাধারণ রোগীরা আমাদের সম্পর্কে কম জানেন। রোগীর অপারেশন কোন চিকিৎসক করবেন তা যেমন রোগীদের জানা দরকার, তেমনি কোন চিকিৎসক অজ্ঞান করে জ্ঞান ফেরাবেন তাও জানতে হবে। অবশ্য বর্তমানে কিছু কিছু রোগী অপারেশনের পূর্বে এই প্রশ্ন করেন। যা সচেতনতার ফলে হয়েছে। এই সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে।

আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করি তাই আমাদের নিরাপত্তায় ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা ঐক্যবদ্ধ হলে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নানান সুযোগসুবিধা ভোগ করা যাবে।

সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. হরশিত ব্যাপারী, সহকারী অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান লিটু, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল আহসান ও সহকারী অধ্যাপক ডাঃ এ.কে.এম ফখরুল আলম প্রমুখ। সভা পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ডিপ্লোমা এন্ড এনেসথেসিয়া বিভাগের শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কেক কেটে বিশ্ব এনেসথেসিয়া দিবস উদযাপন করেন চিকিৎসকরা। এসময় হাসপাতালের অফিস সহায়ক হিরন অর রশিদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর