মিথ্যা কথা এমন সুন্দরভাবে বলা যায় বিএনপি নেতাকর্মীদের না দেখলে বোঝা যাবেনা-খালিদ মাহমুদ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘গত বছর কোন মহামারী ছিল না। সেই সময় প্রতিটি পূজা মন্ডপে আমরা ১২ হাজার করে টাকা দিয়েছিলাম

এইবার মহামারী আছে, আমরা সাড়ে তিন মাস ৯ কোটি মানুষের মাঝে খাদ্য সরবরাহ করেছি, ওষুধ সরবরাহ করেছি, চিকিৎসা দিয়েছি। বিনা পয়সায় করোনা সনাক্ত করেছি। এই অবস্থায়ও বাংলাদেশ আজকে এমন একটি জায়গায় পৌঁছাইছে বলেই এবারে সারদীয় দুর্গা পূজায় প্রত্যেকটি পূজা মন্ডপে ১৮ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। এটা সম্ভব হয়েছে শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে।

মির্জা ফখরুলের উদ্দেশ্যে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, দেখে যান দেশরত্ন শেখ হাসিনা গত বছর মহামারী ছিল না তখন ১২ হাজার টাকা করে দিয়েছে। এইবার পূজা মন্ডপে ১৮ হাজার করে টাকা দিচ্ছে। আমরা তো স্বপ্নে স্বপ্নে খাই না, মির্জা ফখরুলরা স্বপ্নে স্বপ্নে খায়! আর আমরা তো বাস্তবে খাই।

আমরা যা করি বাংলাদেশের জনগণ সেইটা দেখে। বাংলাদেশে যদি কেউ দুর্নীতি করছে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করছে। যারা বাংলাদেশের টাকা লুট করতে চাচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীরা তাদের গ্রেপ্তার করছে। সাবরিনা সাহেবরা গ্রেপ্তার হচ্ছে। বিএনপির সময় কাউকে এভাবে গ্রেপ্তার করা হয়নি। বিএনপির সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা করার পর একটা নিরীহ লোককে নিয়ে টর্চার সেলের মধ্যে দিনের পর দিন নির্যাতন করেছিল। তাকে বলতে বাধ্য করিয়েছিল সেই নিরীহ লোকটিই গ্রেনেড হামলা সাথে জড়িত!

সোমবার (১৯ আক্টোবর) দুপুরে জেলার বিরল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্গা পূজায় ৯৪টি পূজামন্ডপে সরকারি আর্থিক আনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘মার্চে যখন প্রথম করোনা শুরু হলো তখন অনেকেই সমালোচনা করে বলেছিলেন বাংলাদেশ করোনা মোকাবিলায় ব্যর্থ। করোনায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে। যারা এই ধরণের সমালোচনা করেছিলেন বর্তমানে বিশ্বের পরাশক্তি রাষ্ট্র গুলো বাংলাদেশের সাফল্যে প্রশংসা করছে। পরাশক্তি রাষ্ট্র গুলো বাংলাদেশের সাথে কাজ করতে চাইছে। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের অর্থনীতি ভারতের থেকে চাঙা হওয়ায় ভারতের মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে দারুণ ভাবে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে।’

খালিদ মাহমুদ বলেন, ’বিএনপির কিছু নেতা আছে যারা সবসময় সরকারের সমালোচনা করে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী নয়াপল্টনের আবাসিক প্রতিনিধি। ওখানেই খায় ওখানেই ঘুমায়। কথা বলতে বলতে অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপরেও বলে কথা বলতে দেয় না। মির্জা ফখরুলের কোনদিন কি বাকি আছে যেদিন কথা বলেনি! টকশোতে বিএনপির নেতারা এমন সুন্দরভাবে মিথ্যা কথা সাজিয়ে বলতে পারে যা আমার মত মানুষও টানাহেচরার মধ্যে পরে যাই। মিথ্যা কথা এমন সুন্দরভাবে বলা যায় এটা বিএনপি নেতাকর্মীদের না দেখলে বোঝা যাবে না!’

শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন এদেশের মানুষ অনেক নিরাপদ উল্লেখ করে মন্ত্রী বলেন, ’শেখ হাসিনা মানুষের জন্য রাজনীতি করেন। শেখ হাসিনার কারণেই আজকে পরাশক্তি রাষ্ট্র গুলো বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাইছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা আওয়ামী লীগের কথা নয়, এটা আন্তর্জাতিক জরিপের কথা। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিরল উপজেলার আয়োজনে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাবের মোহাম্মদ সোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক বাবু রমানকান্ত রায় প্রমুখ।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর