নারী রেফারির গায়ে হাত বিপাকে আগুয়েরো

নারী রেফারির পিঠে হাত দিয়ে বিপদে পড়লেন সের্গিও আগুয়েরো। শনিবার নিজের মাঠ ইতিহাদে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করে তার দল ম্যানচেস্টার সিটি । সেই ম্যাচেই নারী রেফারির সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে অপ্রয়োজনে গায়ে হাত দিয় বসেন এই ফুটবলার। আর তা থেকেই শুরু হয় বিতর্ক।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে থ্রো-ইন নিয়ে নারী সহকারী রেফারি ম্যাসি-এলিসের সঙ্গে কথা বলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। আর কথা বলার একপর্যায়ে তার কাঁধ ও পিঠে হাত দেন তিনি। আগুয়েরোর মনে হয়েছিল থ্রো-ইনটা আসলে তাদেরই পাওনা। শরীরে হাত দেয়ার বিষয়টি পছন্দ হয়নি ম্যাসি-এলিসের।

খেলা শেষে সংবাদ সম্মেলনে সেই বিষয়টি নিয়ে কথা উঠলে সাংবাদিকদের ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলা বলেন, আমার চোখে আগুয়েরো সবচেয়ে ভালো মানুষ। এই ছোট বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি না করে অন্য কিছু নিয়ে ভাবুন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর