জামালপুরে জিয়াউল হক হত্যা: ১ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

জামালপুরে জিয়াউল হক (৩২) হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

আজ রবিবার দুপুরে বিচারক মোঃ জুলফিকার আলী খান এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হলেন; ইসলামপুর উপজেলার করইতার গ্রামের নবাব আলী খানের ছেলে মাহবুবুর রহমান বুলবুল এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- মেলান্দহ উপজেলার মাঝবন্দ নাংলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে মনির ও গোবিন্দপুর নাংলা গ্রামের সুলতানের ছেলে বাবু।

নিহত জিয়াউল হক ভাড়ায় মোটরসাইকেল চালকের কাজ করতেন। তিনি ইসলামপুর উপজেলার ধর্মকুড়া শান্তিপাড়া গ্রামের সামিউল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১১ সালের ৫ই অক্টোবর সকালে ভাড়ায় মোটরসাইকেল চালক জিয়াউল হককে পার্শবর্তী করইতার গ্রামের বুলবুল জামালপুরের নান্দিনায় শশুরবাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া নেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ৬ই অক্টোবর দুপুরে মেলান্দহ উপজেলার চারাইলদার পাথালিয়া গ্রামের মতিবর হাজির ধানক্ষেত থেকে জিয়াউল হকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

পরে ওইদিনই নিহতের স্ত্রী মোছাঃ বিউটি বেগম মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর