ব্ল্যাকহেডস দূর করার সবচেয়ে কার্যকরী উপায়

নাকে ও মুখে ব্ল্যাকহেডস নিয়ে অনেকের দুশ্চিন্তার শেষ নেই। ব্ল্যাকহেডসের নাম শুনে ঘাবড়ে যান না বা অস্বস্তিতে পড়েন না, এমন মানুষ গোটা দুনিয়াতেই বিরল৷ ব্ল্যাকহেডসের কারণে কালো দাগ পড়ে। দেখতে খুবই বিশ্রি দেখায়। এই সমস্যায় অনেক নারী-পুরুষই ভোগেন।

তবে জানেন কি? নাকের ত্বকের যত্ন নিতে আপনার হাতের নাগালেই রয়েছে সব উপকরণ। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস দূর করবেন-

উপকরণ: গাজরের রস দুই চামচ, বেসন এক চা চামচ, লেবুর রস ১০ থেকে ১২ ফোঁটা, মধু এক চামচ।

প্রণালী: প্রথমে ছোট একটি গাজর ব্লেন্ড করে নিন। এবার একে একে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন।

এবার প্যাকটি আপনার নাকের ত্বকে আলতো করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনার ব্ল্যাকহেডস দূর হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর