আবারও হাসপাতালে ব্যারিস্টার রফিক-উল হক

সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল-হক আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পর শনিবার দুপুরে কিছুটা সুস্থতা বোধ করায় বাসায় ফিরে যান। কিন্ত একইদিন বিকালে আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় একই হাসপাতালে।

হাসপাতাল থেকে জানানো হয়, দেশের প্রখ্যাত এই আইনজীবীর চিকিৎসায় কোনো অবহেলা করতে চায় না। এ কারণেই তাকে পুরোপুরি সুস্থ করার জন্য হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে।

রফিক-উল হকের আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে। ১৯৯০ সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল ব্যারিস্টার রফিককে।

রফিক-উল হকের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর