লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী স্থানীয় ঠিকাদার আব্দুল মন্নান। সোমবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় আওয়ামীলীগ নেতা ঠিকাদার আব্দুল মন্নান লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অপর আরেক ঠিকাদার মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, আশ্রাফুল আলমসহ ২০ জনের বিরুদ্ধে প্রতারণা, অস্ত্র ঠেকিয়ে জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, তাকে মারধরের অভিযোগ ও বিভিন্ন নির্মাণ সামগ্রী দেয়ার নামে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে তা না দেয়ার অভিযোগ করেন। একই সঙ্গে তাহের পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন আওয়ামীলীগ নেতা মান্নান। এ ব্যাপারে সদর থানায় গত ২৫ মে একটি অভিযোগ
(এসডি আর ৮০৩) করা হয় বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর উত্তম কুমার দত্ত, আবুল খায়ের স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আল মামুন, যুবলীগ নেতা আলী আজগর, রকি, আব্দুলসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর