আর ২৫ বার পেছালেই সেঞ্চুরি হবে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়ের

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় দায়ের করা মামলার তদন্ত ভার দেওয়া হয়েছিল র‍্যাবের কাছে। কিন্তু ৭৫ বার সময় চেয়েও সেই তদন্ত প্রতিবেদন করেনি তারা। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলার পর রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে আটক করা হয়। এর মধ্যে মধ্যে পলাশ রুদ্র পাল ও তানভীর রহমান জামিনে রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর