পদত্যাগ করছেন মিসবাহ

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন মিসবাহ-উল-হক। যদিও দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল পদটি ছেড়ে দিতে চলেছেন তিনি। সাবেক তারকা বোলার শোয়েব আখতার এই পদ বুঝে নিতে চাইছেন। সম্প্রতি শোয়েব নিজেই বিষয়টি জানিয়েছিলেন।

আজ বুধবার দুপুরে জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যমটি জানিয়েছে, অতিরিক্ত চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ।

২০১৯ সালে বিশ্বকাপে ভরাডুবি হয় পাকিস্তানের। এরপর সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের সাবেক অধিনায়ককে প্রধান কোচ ও প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়।

দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তার অধীনে ঢেলে সাজানো হয় পাকিস্তান দলকে। পরিবর্তন আনা হয় অধিনায়কত্বেও।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর