করোনায় আক্রান্ত রোনালদো

বড় ধরনের দুঃসংবাদ পেল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরা। মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ ফুটবলার। জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস কাপে মাঠে নামতে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে ছিলেন ‘সি আর সেভেন’। তবে করোনায় আক্রান্ত হওয়ায় পর্তুগালের পরবর্তী ম্যাচে মাঠে নামা হবে না পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলারের।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে রোনালদোর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পর্তুগাল ফুটবল ফেডারেশন। করোনায় আক্রান্ত হলেও রোনালদোর কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। এছাড়া এ তারকা বর্তমানে আইসোলেশনে আছেন বলেও জানানো হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর