সচেতনতামূলক কর্মশালা মিরসরাই থানা পুলিশের

ইকবাল হোসেন জীবন,মিরসরাই প্রতিনিধি : চলন্ত রেল গাড়িতে পাথর নিক্ষেপ রোধে স্থানীয়দের সাথে মতবিনিময় করেছে মিরসরাই থানা পুলিশ। রবিবার (২৬ মে) সকালে উপজেলার তালবাড়িয়া এলাকায় রেল লাইনের পাশে মতববিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের নেতৃত্বে মিরসরাই থানার আওতাধীন ১০ কিলোমিটার রেল লাইনের পাশে বসবাসকারীদের সাথে মতবিনিময় করা হয়। এসময় তিনি বলেন, রেল গাড়িতে পাথর নিক্ষেপ দন্ডনীয় অপরাধ। রেল লাইনে বসে আড্ডা দেওয়া ঠিক নয়। এতে দূর্ঘটনার আশঙ্কা থাকে। এছাড়াও সচেতনতা মূলক স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ, উপ-পরিদর্শক দিনেশ চন্দ্র দাশ গুপ্ত, আমিরুল মুজাহিদ সহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর