বিশিষ্ট কবি গোলাম মোস্তফার মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের সাধক কবি গোলাম মোস্তফার মৃত্যুদিন আজ ১৩ অক্টোবর। গোলাম মোস্তফার জন্ম ১৮৯৭ সালে যশোর জেলার ঝিনাইদহ মহকুমার শৈলকূপা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে।

শিক্ষা জীবন গোলাম মোস্তফার শিক্ষা জীবনের সূচনা হয় ৪ বছর বয়সে নিজগৃহে ও পার্শ্ববর্তী দামুকদিয়া গ্রামের পাঠশালায়। মুসলিম জাগরণের অগ্রদূত কবি গোলাম মোস্তফার অবদান বাংলা সাহিত্যে এক বিরল দৃষ্টান্ত। স্কুল জীবনেই তার কবি প্রতিভার প্রকাশ ঘটে। ১৯১৬ সালে তিনি দৌলতপুর বি. এল কলেজ থেকে আই. এ এবং ১৯১৮ সালে কলকাতা রিপন কলেজ থেকে বি. এ পাশ করেন। দীর্ঘ ৩০ বছর শিক্ষকতা করার পর ১৯৫০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: হাসনাহেনা, সাহারা, বুলবুলিস্তান, রুপের নেশা, ভাঙ্গাবুক, রুপের নেশা ইত্যাদি।

বিশিষ্ট গোলাম মোস্তফা তাঁর শেষ জীবনের কয়েক বছর ঢাকার শন্তিনগরে নিজের বাড়িতে অতিবাহিত করেন। বেশ কিছু দিন রোগ যন্ত্রণা ভোগ করার পর কবি ১৯৬৪ সালের ১৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর