পর্যটনে সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন গ্রুপ

‘মেয়েদের একা বেড়ানোর জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। তাই গ্রুপ করে ট্যুর দেওয়া হয়। প্রতিটি গ্রুপ ট্যুরে ৩৬ জন মেয়ে থাকে। তবু কেউ কেউ হোটেলে কক্ষ ভাড়া দিতে চায় না। ৩৬ জন নারীর গ্রুপেও অন্তত ১ জন ছেলে সদস্য খোঁজে তারা।’ এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন সাকিয়া হক। পেশায় সাকিয়া একজন চিকিৎসক। সাথে আরেক চিকিৎসক বন্ধুকে নিয়ে গড়ে তুলেছেন ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ—ভ্রমণ কন্যা’ নামে ফেসবুক গ্রুপ। যেখানে প্রায় ৫৫ হাজার নারী সদস্য রয়েছেন। গত ৩ বছরে ৮৬টি ট্যুর পরিচালনা করেছে ‘ভ্রমণ কন্যা’। বাণিজ্যিক উদ্দ্যেশে নয়, শুধু খরচের ভিত্তিতে ট্যুর পরিচালনা করেন সংঘনটি।

ট্যুরবাজ গ্রুপ।

শুধু ‘ভ্রমণ কন্যা’নয়, শুধু নারীদের বেড়াতে নিয়ে যেতে এমন বেশ কয়েকটি গ্রুপ কাজ করছে দেশে। তবে এদের অনেকেই বাণিজ্যিকভাবে চালাচ্ছে এসব ট্যুর। এছাড়া এর বাহিরে নারী-পুরুষ সম্মিলিতভাবে ট্যুর চালানোর অনলাইন গ্রুপের সংখ্যাও নেহাত কম নয়। প্রায় ৫০০ অনলাইন গ্রুপ রয়েছে বাংলাদেশে। যারা নারী-পুরুষ সম্মিলিতভাবে ট্যুর পরিচালনা করে। আর এ তালিকায় সবচেয়ে জনপ্রিয় ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) গ্রুপটি। তারা ভ্রশণকারীদের জন্য নতুন নতুন জায়গা খুঁজে বের করছে। পর্যটকদের দেশের মধ্যে ভ্রমণে উৎসাহী করছে। এমনকি তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলছে। দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছেন এসব গ্রুপের তরুণেরা।

ট্যুরবাজ গ্রুপ।

তিন বছর ধরে ট্যুর পরিচালনা করছে ৩০ হাজার সদস্যের গ্রুপ হিট দ্য ট্রেইল। মূলত পার্বত্য এলাকার বিভিন্ন স্পটে নিয়ে যায় তারা। এ গ্রুপের প্রতিষ্ঠাতা আতাউল ইসলাম বলেন, ‘ছাড়া পেয়ে সবাই এখন ঘুরতে যেতে চাচ্ছেন। একসঙ্গে চারটি ট্রিপ দিচ্ছি। স্বাভাবিক সময়ের চেয়ে পর্যটকদের চাপ বেশি।’

এ বিষয়ে ট্যুরবাজ গ্রুপের প্রতিষ্ঠাতা নিশাদ সিমান্ত বলেন, আজকের ব্যস্ততার যুগে অনেকের পক্ষেই নিজেদের বেড়ানোর যাবতীয় বন্দোবস্ত নিজেরা করা সম্ভব হয়না। তাঁরা সব সময়ই চান আগে থেকেই বেড়ানো সংক্রান্ত সব ধরনের ব্যবস্থা করে রাখতে, যাতে বেড়াতে গিয়ে কোন সমস্যায় পড়তে না হয়। আর এই লক্ষে কাজ করে যাচ্ছে ট্রাভেল এজেন্সিগুলো। ট্যুরবাজ গ্রুপটি তার-ই অংশবিশেষ। মানুষের ভ্রমণের চাহিদা মেটাতে গিয়ে পর্যটন নামের শিল্প আজ বিশ্ব অর্থনীতির এক বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। নতুন ভ্রমণের আঙ্গিকে ট্যুরবাজ নতুন নতুন ভ্রমণ স্থানের সন্ধান খুঁজে বের করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর