কে হবেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী?

থেরেসা মে’র পদত্যাগের ঘোষণার পর কে তার জায়গা নিতে যাচ্ছেন তা নিয়ে চলছে নানা আলোচনা। একটা বিষয় পরিষ্কার যে থেরেসার বিদায়ের পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলনেতা যে হবেন প্রধানমন্ত্রীত্বের পদও পাবেন তিনিই। এজন্যই কনজারভেটিভ পার্টির প্রধান নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে।

কনজারভেটিভ পার্টির অন্তত ১২জন পার্টি প্রধান হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে ভোট। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে লড়াইয়ে নামার কথা জানিয়েছেন মাত্র চারজন। তারা হলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্রেটারি রোরি স্টুয়ার্ট, সাবেক ওয়ার্ক ও পেনশন সেক্রেটারি ইস্টার ম্যাকভে। এছাড়াও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও তিনি লড়াইয়ে নামার কথা জানাননি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর