পটুয়াখালীতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ মিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি: অ্যাডভোকেট পলাশ রায়কে কারাঅভ্যন্তরে হত্যা, সাংবাদিক প্রবীর সিকদারের বাসায় হামলা, প্রিয় সাহার বাড়িতে অগ্নি সংযোগ, মানবাধিকর নেত্রী সুলতানা কামাল, বিশিস্ট বুদ্ধিজীবী শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুনকে হত্যার হুমকীসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রাদায়ের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দেয়ার প্রতিবাদে সারাদেশেরে ন্যায় পটুয়াখালীতেও মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদ।

গতকাল ২৫ মে শনিবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্যপরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন ঐক্যপরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডাঃ জগন্নাথ পাল ও তপন কর্মকার, জেলা মহিলা ঐক্য পরিষদের আহবায়ক এ্যাডভোকেট বিভা রানী, সদর থানা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্যপরিষদের আহবায়ক স্বপন চক্রবর্তী, এ্যাডভোকেট শুভ্রত শীল ও নির্যাতিত পরিবারের সদস্য অমর দেবনাথ।

বক্তারা সারাদেশে সংখ্যালঘু নির্যাতন ঘটনার তীব্র প্রতিবাদ করেন এবং অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধে সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন। বক্তারা মানববন্ধন কর্মসূচী পালনকালে সদর উপজেলার মৌকরন গ্রামে এক হিন্দু পরিবারের ওপর স্থানীয় সন্ত্রাসীদের নির্যাতনের করুন কাহিনী তুলে ধরেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেনবক্তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর