দুর্নীতিবিরোধী প্রতিযোগিতায় কার্টুন জমা দেওয়ার সময় বাড়লো

টিআইবি’র আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা-২০২০ এর কার্টুন জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। এ মাসের শেষের দিকে আগামী ৩১ অক্টোবরে কার্টুন জমা দেয়া যাবে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেছে টিআইবি।

আগ্রহী সকল কিশোর ও তরুণদের কাছ থেকে মৌলিক ও সৃজনশীল কার্টুন আহ্বান করছে টিআইবি। বয়সভিত্তিতে দুটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। সেগুলো হলো- ক (১৩-১৮ বছর) ও খ (১৯-২৫ বছর)।

এবারের কার্টুন প্রতিযোগিতার বিষয় ‘করোনাভাইরাস মোকাবিলায় দুর্নীতি’ যাতে প্রতিযোগীর দৃষ্টিতে করোনাভাইরাসজনিত জাতীয় দুর্যোগ মোকাবিলায় অনিয়ম ও দুর্নীতির চিত্র অথবা এ ধরনের দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে।

প্রতিযোগিতায় প্রতি বিভাগে তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে।

দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেখুন ওয়েবসাইটটি www.ti-bangladesh.org/cartoon এবং মোবাইল ০১৭১১৪০৫১৪৮ (ছুটির দিন ব্যতীত সকাল ৯টা-৫টা) যোগাযোগ করা যাবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর