সারাদেশে ধর্ষণের প্রতিবাদে চৌগাছায় মানববন্ধন অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৬ অক্টোবর) সকাল ১০—১১টা পর্যন্ত এক ঘন্টা উপজেলার ভাস্কর্য মোড়ে চৌগাছা উপজেলার সর্বস্তরের সাধারন শিক্ষার্থী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রায় ১৫০ জন শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহন করেন।

শিক্ষার্থীরা “এর পরে কে” “আমি কবে ধর্ষিত হবো” “বিচার নাই যে দেশে,ধর্ষক জন্মে সে দেশে” এধরনের বিভিন্ন প্লেকার্ডসহ মানববন্ধনে অংশগ্রহন করেন। খুলনা বয়রা কলেজের ছাত্র শতাদ্রু হোসেন মাহির, ঢাকা ইডেন কলেজের ছাত্রী তাহসিন আক্তার,যশোর এমএম কলেজের ছাত্রী আফরিন তুলিসহ বেশ কয়েজন শিক্ষার্থী মানবন্ধনে বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং খুব দ্রুত ধর্ষকদের আইন কার্যকর করে বিচার ব্যবস্থা করার দাবিও জানান তারা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর