বরিশালের রাস্তায় থ্রিডি জেব্রা ক্রসিং

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধিঃ বরিশাল নগরীর রাস্তায় প্রথম বারের মতো আধুনিক প্রযুক্তির থ্রিডি জেব্রা ক্রসিং বসানো হয়েছে।

শুক্রবার (২৫ মে) রাত ৮টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জিলা স্কুল মোড়ে এ থ্রিডি জেব্রা ক্রসিং তৈরি কার্যক্রমের উদ্বোধন করেন।

এবিষয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন,নগরীর রাস্তায় এই জেব্রা ক্রসিং দেয়ায় দূর থেকে গাড়ী চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন।থ্রিডি হওয়ায় ক্রসিং গুলো দূর থেকে উচু মনে হবে।এর কারনে গাড়ী চালকেরা ওই স্থানে তাদের গাড়ীর গতি কমিয়ে দিবে।এতে করে স্কুল,কলেজগামী শিক্ষার্থী ও পথচারী সহজেই চলাচল করতে পারবে এবং দূর্ঘটনা থেকে রক্ষা পাবে।

উল্লেখ্য চারুকলা শিল্পীদের সহযোগিতায় আধুনিক মেশিনে তৈরী এ থ্রিডি জেব্রা ক্রসিং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বসানো হবে বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর