ঘাটাইলে দোকান গুলোতে ঈদ উপলক্ষে উপচে পড়া ভিড়

উত্তম আর্য্য,টাঙ্গাইল প্রতিনিধিঃ : দিন যতই যাচ্ছে রমজান শেষ হয়ে আসছে আর আনন্দেে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।তাইতো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চলছে ঈদের কেনা কাটা। দিন যতই যাচ্ছে দোকান ও বিপনী বিতান গুলোতে চলছে ঈদের কেনা কাটার ধুম।

ঘাটাইলের মেইন রোডে অবস্থিত পারুল প্লাজা,বাজার রোডে, জাহানারা সপিং কমপ্লেক্স,ফালু হোসেন খান মার্কেট,দিলারা সপিং কমপ্লেক্স,জনতা মার্কেপ,এস.এস মার্কেট সহ বিভিন্ন দোকানে চলছে ঈদের কেনা কাটার সমারোহ।তিল ধারনের মত স্থান নেই বিপনি বিতান গুলোতে।বিভিন্ন বয়সের লোকজান তাদের পছন্দ সই কাপড় কেনার জন্য ঘুরে ঘুরে দেখছে ।

টাঙ্গাইেেলর তাতের শাড়ী,সুতী, জামদানী, সহ মহিলাদের পছন্দের কাপড় নিয়ে বসে আছে ব্যাবসায়ীরা।এবার ঈদে কোন বিশেষ নামে ড্রেস কোন দোকানে পাওয়া যায়নি।টাঙ্গালের জেলার বিভিন্ন উপজেলার থেকে ঘাটাইল উপজেলা গুরুত্ব পুর্ন হওয়াতে পার্শ্ববর্তী উপজেলা সবাই আসে কেনা কাটা করার জান্য।শুধু কাপড়ের দোকানে নয় গার্মেমেন্টস দোকান গুলো ছোট ছেলে মেয়েদের বিক্রি করা হচ্ছে বিভিন্ন রকমের পোষাক ।বাদল ক্লথ ষ্টোরের সজল জানায় এবার ঈদে কোন নামে পোষাক আসেনি তবে বেচা কেনা ভালই হচ্ছে।ঈদ সামনে থাকাতে মানুষ কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে তাই চড়া দামে কিনতে হচ্ছে জিনিষ পত্র ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর