অবৈধভাবে বালু তোলায় ধামরাইয়ে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে বালু তোলায় ৪টি ড্রেজার মেশিন ধ্বংস ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্লাস্টিক পাইপ আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে বংশী নদীর তীরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল কালামের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে নদীপাড়ের আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার অভিযোগে বালিয়া ইউনিয়নের বনেরচর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: জসিম উদ্দিন জনিকে (২৫) কে আটক করে ১৫ দিনের কারাদন্ড ও চৌহাটের তোতা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, বংশী নদীতে বিভিন্ন সময় শ্যালো মেশিনচালিত যন্ত্র দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে একটি অবৈধ চক্র। এতে নদীপাড়ের আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে এবং বালু উত্তোলনের পর ট্রাক্টরে করে বালু পরিবহনের ফলে কাঁচা সড়কগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য চলমান অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর