অস্থির চালের বাজার

খাদ্যমন্ত্রীর বৈঠকের পরেও কমেনি চালের দাম। সরকার নির্ধারিত দাম ছাড়িয়ে পাইকারি ও খুচরা বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল।

৫০ কেজি মিনিকেট চালের বস্তা সরকারের বেঁধে দেয়া দাম ২ হাজার ৫৭৫ টাকা হলেও কিন্তু মিল গেটে বিক্রি হচ্ছে ২৬শ’ থেকে ২৭শ’ টাকায়। ১৮শ’ চালের বস্তার সরকার নির্ধারিত দাম ২ হাজার ২৫০ হলেও বিক্রি হচ্ছে সাড়ে ২৩শ’ থেকে ২৪শ’ টাকায়।

জেলা মিল মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দামে চাল বিক্রি করলেও লোকসানে পরতে হয় তাদের।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত দামে মোকাম থেকে চাল কিনলে খুচরা বাজারে কেজিতে ২ থেকে ৩ টাকা বেশি দরে বিক্রি করতে হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর