দরিদ্রতার রেকর্ড হবে ২০২০ সালে

গেলো ২ দশকের মধ্যে পূর্ব এশিয়ার দেশগুলোতে চলতি বছরই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বাড়বে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

আর্থিক সংস্থাটির নতুন রিপোর্ট বলছে, উন্নয়নশীল পূর্ব এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩ কোটি ৮০ লাখ মানুষ দারিদ্র্যের মুখে পড়বে। গেলো ২ দশকের মধ্যে এই অঞ্চলের এমন ভয়াবহ অবস্থা এবারই প্রথম।

দৈনিক মাথাপিছু আয় ৫ দশমিক ৫ শূন্য ডলার হলেই এ আয় দারিদ্রসীমার নিচে ধরে বিশ্বব্যাংক। পূর্ব এশিয়ার মধ্যে চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র যেমন ফিজি আর সামোয়ায় বাড়বে দারিদ্র্যের হার।

তবে ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এ পরিসংখ্যানের বাইরে। এ অঞ্চলের প্রবৃদ্ধি চলতি বছর মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ হতে পারে, যা ১৯৬৭ সালের পর সর্বনিম্ন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর