তদন্ত কর্মকর্তাদের চেয়ে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে সফল: হাইকোর্ট

তদন্ত কর্মকর্তারা যা পারেননি অনেক ক্ষেত্রে সাংবাদিকরা তা করে দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার বিনাদোষে কারাবাসে থাকা জাহালমকান্ডের রায় ঘোষণাকালে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

জাহালমকাণ্ডের পর্যবেক্ষণে গণমাধ্যম সম্পর্কে হাইকোর্ট বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির জাগ্রত বিবেক এবং সমাজের অতন্দ্র প্রহরী। অনেক সময় তদন্ত কর্মকর্তারা যেটা পারেননি সেসব ক্ষেত্রে সাংবাদিকরা সফলতা দেখিয়ে এসেছেন, যা ইতিমধ্যে প্রমাণিত। তাই টিভি চ্যানেল, পত্রিকা সহ সকল সংবাদ মাধ্যমে জাহালমকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় এর পেছনে জড়িত সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান আদালত।

পরে আদালত জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের রায় ঘোষণা করেন। আগামী ১ মাসের মধ্যে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে এই টাকা প্রদান করতে বলা হয়েছে। ক্ষতিপূরণের টাকা প্রদানের পর পরবর্তী ১ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে মাধ্যমে আদালতের রায় বাস্তবায়ন সম্পর্কে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

এসময় আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। অন্যদিকে জাহালমের পক্ষে ছিলেন আইনজীবী সুভাস চন্দ্র।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর