এমসি কলেজের নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল: শিক্ষা মন্ত্রণালয়

সিলেটের এমসি কলেজের আয়তনের অনুপাতে নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। পাশাপাশি অপ্রতুল সীমানা প্রাচীর ও আলোক স্বল্পতার বিষয়টিও নিরাপত্তায় ব্যঘাত ঘটিয়েছে বলে তাদের দাবী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গঠিত তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শহিদুল খবির চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

তিনি জানান, করোনা পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে হোস্টেল খোলা রাখার নির্দেশনা দেয়া হয়নি। এ বিষয়টি প্রতিবেদনে উল্লখ করা হবে। এ ছাড়াও হোস্টেলের কক্ষে অস্ত্র উদ্ধারের বিষয়টিও তারা অবগত হয়েছেন

তিনি আরও বলেন, তারা মূলত এ ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভূমিকা ও অবস্থান বিষয়ে তদন্ত করছেন। তবুও তদন্ত কমিটির সদস্যরা পুলিশ, কলেজ প্রশাসন, নির্যাতিতা নারী ও তার স্বামীর সাথেও কথা বলেছেন।

বৃহস্পতিবার এ বিষয়ে কমিটি প্রাথমিক প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে। এর আগে বুধবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাস ও হোস্টেল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর