লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের নিয়ে অবহিতকর সভা

লক্ষ্মীপুরে আগামী ৪ঠা অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহতিকরণ সভা অনষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মনির হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মালেক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহমুদ, ডাঃ নাহিদ রায়হান।

আগামী ৪ঠা অক্টোবর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১১ মাসের শিশুদের নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ তেকে ৫৯ মাসের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন। এবার লক্ষ্মীপুরে তিন লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর