ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় জনতার হাতে অবরুদ্ধ পুলিশের এএসআই

রংপুর মহানগরীতে মিথ্যা অভিযোগে ইয়াবা দিয়ে এক নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর সময় জনতার হাতে আটক হয়েছেন সায়েম নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) নামে। পরে স্থানীয় থানার কর্মকর্তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। অভিযুক্ত সায়েম ধাপ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন বলে জানা গেছে।

গতকাল (মঙ্গলবার) দুপুরে নগরীর চেকপোষ্ট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফিরোজ খান রাজু নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অফিসের পাশের চায়ের দোকানে চা খেতে যান। এ সময় সিগারেটের প্যাকেটে ইয়াবা দিয়ে তাকে হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ও ওই ব্যক্তির সহকর্মীরা বাধা দেয়। পরে এএসআই সায়েমকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ওই এএসআইকে নিয়ে যান।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর