রায় দ্রুত কার্যকরের আশাবাদ নিহত রিফাতের বাবার

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকান্ডের রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

আজ (বুধবার) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলায় রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। তিনি বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। আশা করি দ্রুত সময়ের মধ্যে এ রায় কার্যকর হবে। আমি গণমাধ্যমেরও ওপরও সন্তুষ্ট।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শাহ নেওয়াজ রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।

দীর্ঘদিনের শুনানি শেষে দেওয়া রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর