প্রত্যেক সংস্থার সাথে সমম্বয় করে টেকনাফ মাদক নির্মূল করা হবে- ডিআইজি আনোয়ার

টেকনাফে সদ্য যোগদানকৃত সকল পুলিশ সদস্যরা সবাই এই অঞ্চলের মানুষ এবং পরিবেশ পরিস্থিতির সাথে অপরিচিত। সুতরাং কারা মাদক কারবারী ও সৎ লোক সেটা পরিচয় হতে সময় লাগবে। ক্রমান্বয়ে মাদক সংশ্লিষ্টদের যাছাই বাছাই করে তাদের নতুন তালিকা করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

এই অঞ্চলে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য সংস্থা মাদক নির্মূলে কাজ করছে। তাদের সাথে সমন্বয় করা হবে। আজ বুধবার সকালে টেকনাফ থানা পরিদর্শনকালে প্রেস ব্রিফিং কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পগুলো টেকনাফ উপজেলাতে অবস্থিত। এপিবিএন এর দুইটি ব্যাটালিয়ন রোহিঙ্গা শিবিরে দায়িত্ব পালন করছে। এসবের দায়িত্বে রয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রোহিঙ্গা শিবিরে আইনশৃংখলা ও মাদক নির্মূলে সমন্বিত ভাবে পুলিশ দায়িত্ব পালন করবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর