আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ: লাশের মিছিল দীর্ঘ হলেও কমছে না তীব্রতা

বিতর্কিত কারবাখ ভূখণ্ড নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চলমান যুদ্ধের আগুন কমার কোনো সম্ভাবনা এখনও দেখা দেয়নি। শতাধিক মানুষ মারা গেলেও এখনও কেউ বসছে না আলচনায়।

আজারবাইজানের দাবী, আর্মেনিয়ার হামলায় তাদের অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৩৫ জন। তারা সামরিক ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি।

পাশপাশি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলছেন, আজারবাইজানের সশস্ত্র বাহিনীর হামলায় তাদের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই প্রাণ হারিয়েছে। সেখানে ৮৪ জন সেনা প্রাণ হারিয়েছে।

সংঘর্ষে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দুই দেশই আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, তারা আর্মেনিয়ার সঙ্গে কোনো আলোচনা করবেন না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর